নৌকা ডুবিতে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ, ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে

নৌকা ডুবিতে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ, ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে
MostPlay

তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট থেকে জানা যায় যে, তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে বাংলাদেশিও ছিল বলে জানা গেছে।

মূলত নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর সেটি ডুবে যায়। ২৭ জুন যাত্রা শুরু করা এই নৌকাটি থেকে উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, আইভরিকোস্ট, মালি, নাইজেরিয়া, সিরিয়া এবং তিউনিসিয়ার নাগরিক ছিল বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির নৌবাহিনী এ পর্যন্ত মোট ১৭৮ জনকে উদ্ধার করেছে। আর নিখোঁজ রয়েছে ৪৩ জন।

এ সম্পর্কে বিস্তারিত আরও জানা যায় যে, গ্রীষ্মের সুযোগ নিয়ে অভিবাসীরা উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে। তারা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ইউরোপে পাড়ি জমানোর জন্য।

সাধারণত ভূমধ্যসাগর পার হয়ে যারা ইউরোপে পাড়ি জমাতে চায় তাদের জন্য লিবিয়া হলো একটি পছন্দের ট্রানজিট পয়েন্ট।

এছাড়া তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য হতে আরও জানা যায়, দেশটির জারজিস বন্দরের কাছ থেকে উদ্ধার করা অভিবাসীদের বয়স মূলত ৩-৪০ বছর পর্যন্ত।

এবং স্থানীয় রেডিও সম্প্রচার থেকে জানা যায় যে, তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট তাদের খাবার এবং পানীয় জল সরবরাহ করেছে। একই সাথে তাদের কোভিড আইসোলেশনের জন্য কোথায় রাখার ব্যবস্থা করা যায় তা নিয়েও কাজ করছে তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password