পুলিশ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

পুলিশ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার সন্ধ্যায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, সন্ধ্যায় থানা বিএনপির কার্যালয় চত্বরে কর্মসূচি শুরু করলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার-বুলেট নিক্ষেপ করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের রাবার-বুলেটের আঘাতে থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ গুরুতর আহত হন।

তার নাক ও দু’হাতে রাবার-বুলেটের স্প্রিন্টার বিদ্ধ হয়। সেই সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামও পুলিশের লাঠিচার্জে আহত হন। থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক লাঠিচার্জ ও রাবার-বুলেট নিক্ষেপ করে।

এতে অর্ধশতাধিক নেতাকর্মী বুলেটবিদ্ধসহ মারাত্মক আহত হয়। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরতর। গুরুতর আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, বিএনপির নেতা-কর্মীরা বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ অ্যাকশনে যায়। বিএনপির নেতা-কর্মীদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি পুলিশের।

মন্তব্যসমূহ (০)


Lost Password