ঋতুপর্ণা, মনিকাদের সামনে বিশ্বকাপেও যাওয়ার সুযোগ

ঋতুপর্ণা, মনিকাদের সামনে বিশ্বকাপেও যাওয়ার সুযোগ

অনেকের মতে এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন, অনেকের মতে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রেই সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। বাংলাদেশ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মায়ানমারকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছে এশিয়ান কাপ খেলা। এখন এই এশিয়ান কাপ থেকে বিশ্বকাপ খেলার দ্বারও খুলে যেতে পারে।

বুধবার ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুই গোলে মায়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এতে করে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের। এশিয়ান কাপ আবার বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করব। ১২ দলের এই আসরের সেরা ৬ ছয় সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে। সেরা আট দল খেলতে পারবে অলিম্পিকে। তবে সেরা ছয় দলে না থাকলেও বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ৭ ও ৮ নম্বর দলকে পার হতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের বাধা।

এশিয়ান কাপে আগে থেকেই নিশ্চিত ছিলো অস্ট্রেলিয়া (স্বাগতিক হিসেবে), চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশ পঞ্চম দল হিসেবে নিশ্চিত করে নেয় জায়গা। এশিয়ার জায়ান্ট দলগুলোর মধ্যে সেরা ছয় না আটে থাকা হয়ত কঠিন চ্যালেঞ্জের। তবে অসম্ভবও না। অর্থাৎ বিশ্বকাপ খেলার সুযোগটা বেশ সন্নিকটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password