নওগাঁয় মান্দা উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শ্বাসরুদ্ধকর ফাইনালে কুসুম্বা ইউনিয়ন একাদশকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা ইউনিয়ন একাদশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪ টায় বড়পই জাগরণী ফুটবল মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০-০) ড্র হওয়ার পর টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। যা মান্দা ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে ৪টি গোল করে, অপরদিকে কুসুম্বা ইউনিয়ন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়। খেলায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে সুপথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মতো আয়োজন গুলো আমাদের তরুণদের মেধা বিকাশে এবং তাদের সুস্থ জীবন গঠনে সহায়তা করবে। এই টুর্নামেন্টের সফল আয়োজন প্রমাণ করে, মান্দা উপজেলা ক্রীড়াঙ্গনে কতটা সক্রিয়।
তিনি আরও বলেন, আজকের এই ফাইনাল ম্যাচ শুধু একটি খেলার মঞ্চ নয়, এটি আমাদের তারুণ্যের শক্তি এবং ক্রীড়াপ্রেমের এক অসাধারণ দৃষ্টান্ত। আমি আশা করি, আজকের এই ম্যাচটি ফুটবলের সৌন্দর্য তুলে ধরবে এবং দর্শকরা একটি উপভোগ্য খেলা দেখতে পাবেন। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি খেলোয়াড়দের শুভকামনা জানান এবং একটি সফল ও সুন্দর ফাইনাল ম্যাচের প্রত্যাশা করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান মকে, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, মান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নওফেল ইসলাম, মান্দা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং অন্যদিকে টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, হার-জিত খেলারই অংশ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ এবং খেলার প্রতি ভালোবাসা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যা মান্দার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
খেলা শেষে প্রধান অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন