নওগাঁর নিয়ামতপুর শিব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর শিব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার মালঞ্চি জেলে পাড়ার উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলায় শিব নদীর মালঞ্চি এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সরেজমিনে দেখা যায়, প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা নদীর দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে গেছে। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। বাইচ খেলার জন্য ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে প্রতিযোগিতা ৮ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা সেরা হয়েছে, নওগাঁ জেলার মান্দা উপজেলার চকদেব রামপুর গ্রামের পঙ্খিরাজ প্রথম ও দ্বিতীয় হয়েছে চকরাম কান্ত গ্রামের হাসিখুশি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয় মারীয়া পেরেরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগমসহ অন্যরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password