নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে আবারও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে গৌরনগর গ্রামের চকবাজারে বাজার করতে আসা আজরাই গোষ্ঠির লোকজনের ওপর কোনো রকম পূর্বাবহ বা উসকানি ছাড়াই উৎপেতে থাকা সরকারবাড়ি গোষ্ঠির সদস্যরা অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের মধ্যে রয়েছেন দুলাল মিয়া (৬৫), পিতা- মৃত হাসিদ মিয়া; জয়নাল মিয়া (৫২), পিতা- মৃত আব্দুল হাই; ও আলাল মিয়া (৫০), পিতা- মৃত করিম মিয়া।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত দুলাল মিয়ার চাচাতো ভাই শামসুল হকের ছেলে জাহিদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে সরকারবাড়ি গোষ্ঠির লোকজন খুঁজছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর রোববার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত জয়নাল মিয়া মারা যান। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
এই ঘটনার পর পুরো গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাজু আহমেদ।
নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকারবাড়ি গোষ্ঠির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, আর আজরাই গোষ্ঠির নেতৃত্বে রয়েছেন কাউছার মোল্লা ও আব্বাস উদ্দিন।
উল্লেখ্য, গত ৩০ বছর ধরে গৌরনগর, থানারকান্দি ও হাজিরহাটি গ্রামগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ২০১১ সালে গৌরনগরে একটি হত্যাকাণ্ডসহ, হাজিরহাটি ও থানারকান্দিতেও আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। গত বছর বিরোধে যুক্ত হয় বীরগাঁও ইউনিয়নের আমতুলি পূর্বপাড়া ও সাতঘর হাটি।
পূর্ববর্তী এই সহিংসতার পরিপ্রেক্ষিতে গত বছর অক্টোবরে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল নবীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাধ্যমে সামাজিক সমঝোতা ও আইনি প্রক্রিয়ায় একটি আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন।
গৌরনগরের বাসিন্দা খায়ের মিয়া জানান, নিহত জয়নাল মিয়া গৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন