দেশেই হাইএন্ড স্মার্টফোন উৎপাদন করে ওয়ালটনের সাহসী পদক্ষেপ

দেশেই হাইএন্ড স্মার্টফোন উৎপাদন করে ওয়ালটনের সাহসী পদক্ষেপ

২০১৭ সাল থেকে দেশে স্মার্টফোন উৎপাদন শুরু হলেও, এতদিন সেগুলো কেবল ফিচার এবং বাজেট এন্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার ওয়ালটন প্রথম দেশে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন উৎপাদনের মাধ্যমে দারুন এক সাহসিকতা দেখালো! 

সম্প্রতি ওয়ালটন বাজারে নিয়ে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস প্রিমো জেডএক্স৪। স্মার্টফোনটিতে থাকবে মিডিয়াটেকের হাইএন্ড গেমিং প্রসেসর হেলিও জি৯৫, ৫টি ক্যামেরা সেন্সর নিয়ে রিয়ার ক্যামেরা সেটআপ, মেটাল বডি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ আরো অনেক কিছু!


ওয়ালটনের প্রতিটি ডিভাইস নতুনত্বের ধারায় ওয়ালটন এই প্রথম তাদের এই ডিভাইসটিতে দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাধারণ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের তুলনায়, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক বেশি ব্যবহার বান্ধব। আর ব্যবহার বান্ধবতার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর স্মার্টফোনে প্রিমিয়ামনেসকেও বাড়িয়ে দেয় অনেকাংশে!


মিডিয়াটেকের প্রসেসর নিয়ে একসময় অনেক অভিযোগ থাকলেও, মিডিয়াটেকের প্রসেসরগুলোয় যে কম নয় তা এখনকার স্মার্টফোনগুলোর দিকে তাকালে বোঝা যায়। দেশেই উৎপাদিত এই প্রিমো জেডএক্স৪ স্মার্টফোনে ওয়ালটন ব্যবহার করছে মিডিয়াটেকের হেলিও জি৯৫ প্রসেসর। এটি ২গিগাহার্জ ক্লক স্পীডের অক্টাকোর গেমিং প্রসেসর। 


মেড ইন বাংলাদেশ ট্যাগে উপলব্ধ এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ স্মার্টফোনটির ব্যাকে থাকা ক্যামেরা মডিউল। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে দেখা মিলবে ৫টি ক্যামেরা সেন্সর মিলে একটি শক্তিশালী ক্যামেরা মডিউল। এই শক্তিসালি মডিউলটির মেইন সেন্সরটি হবে ৬৪ মেগাপিক্সেলের। 

২০১৫ সালের সেপ্টেম্বর থেকেই দেশে স্মার্টফোন উৎপাদন শুরুর পর থেকে, ওয়ালটন দেশেই মানসম্মত বহু স্মার্টফোন উৎপাদন করে আসছে। তবে এবারের জেডএক্স৪ স্মার্টফোন তার হাই স্পেসিফিকেশনের দিক দিয়ে অন্যসকল স্মার্টফোনের ঊর্ধ্বে।         


মন্তব্যসমূহ (০)


Lost Password