দর্শকশূন্য স্টেডিয়ামে হলো টোকিও অলিম্পিকস এর উদ্বোধনী অনুষ্ঠান

দর্শকশূন্য স্টেডিয়ামে হলো টোকিও অলিম্পিকস এর উদ্বোধনী অনুষ্ঠান

করোনাভাইরাসের প্রকোপ জাপানে একটি জমকালো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে ধূলিসাৎ করে দিয়েছে।

এরই পরিবর্তে দর্শকহীন, স্বল্প সংখ্যক অ্যাথলেট, অনেকগুলো ফেসমাস্ক এবং জীবাণু-বিহীন ফ্ল্যাগ নিয়েই আজ শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে টোকিও অলিম্পিকস এর। জাপানি সম্রাট নারুহিতো এই অলিম্পিকস উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এই গেমস একেবারে বাতিল করার দাবি অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু আয়োজকরা আশা করছেন, এই উদ্বোধনী অনুষ্ঠানের পর যখন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হবে তখন এবারের অলিম্পিকস নিয়ে সমালোচনা গুলো কমে আসবে। সাম্প্রতিক কোন অলিম্পিকস নিয়ে এতটা বিতর্ক আর কখনই হয়নি।

গত বছর করোনাভাইরাস মহামারি শুরু হলে টোকিও অলিম্পিকস স্থগিত করা হয়। কিন্তু এখন টোকিওতে জরুরি অবস্থার মধ্যেই এই বিশ্ব প্রতিযোগিতা চলবে। তবে জাপানে করোনার সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী হওয়াতে প্রায় কোন ইভেন্টেই দর্শক থাকতে পারবে না বলে জানা যায়।

যে ভেন্যুতে এই উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে তার ধারণ ক্ষমতা ৬৮,০০০। কিন্তু অনুষ্ঠানে হাজির থাকছেন এক হাজারেরও কম মানুষ, যাদের বেশিরভাগই হলেন আমন্ত্রিত ভিআইপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password