দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজকে ২৭৬ জনের হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজকে ২৭৬ জনের হাসপাতালে ভর্তি

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আজকে ২৭৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আজ ২৩ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টাতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৬ জন রোগী।

এর মধ্যে ঢাকাতে ২৪৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩৩ জন ডেঙ্গু রোগী। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার মধ্যে ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৫৯ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এই বছর ১ জানুয়ারি ২০২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা আট হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ের তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ১৩৪ জন রোগী। এ যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password