এবছর প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছেনা। বিকল্প চিন্তা করছে সরকার।

এবছর প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছেনা। বিকল্প চিন্তা করছে সরকার।

এ বছর প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছেনা। বিকল্প চিন্তা করছে সরকার। করোনা মহামারী পরিস্থিতি এবং করোনা সংক্রমণের কারণে এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী অথাৎ(পিইসি) পরীক্ষা হচ্ছে না এবার। এই পরীক্ষা বাতিলের বিষয়ে মন্তালায়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আজ রবিবার (২০ জুন২০২১) প্রাথমিক শিক্ষা(পিইসি) অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম এ তথ্য দিয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

তবে গত বছরের মতো এবার অটোপ্রমোশন দিবে না। বাড়ির কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (পিইসি)। প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়নের বিষয়টি আগে ভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সেই জন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সেই বিষয়ে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে তার সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয় জানা যায়। এবং পদ্ধতি নির্ধারণ করে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানানো হয়েছে। সেখানে অনুমতি মিললে আগামী জুলাই মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে সকলকে।

এইদিকে এ এম মনছুরুল আলম জানিয়েছে, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাদের অটোপাস দেওয়া দিবে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আনা সম্ভব যদি হয় তাহলে তাদের বার্ষিক পাঠপরিকল্পনার আলোকে পড়ানো হবে বলে জানানো হয়।

এ প্রক্রিয়ায় মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান, গত দুই বছর যাবত শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকার কারণে সকল শিক্ষার্থীর অনেক বেশি ক্ষতি হচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সরকার স্বাভাবিক করতে পারছে না। এই দিকে, সাধারণ শিক্ষার্থারা বলছেন স্বাস্থ বিধি মেনে শিক্ষা প্রতিষ্টান খুলে দিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password