কুষ্টিয়া দৌলতপুরে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় চাষাবাদে ভোগান্তিতে সাধারণ মানুষ

কুষ্টিয়া দৌলতপুরে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় চাষাবাদে ভোগান্তিতে সাধারণ মানুষ

মোঃ রিপন আলী, কুষ্টিয়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুরেও পড়ছে হাঁড়কাপানো শীত। ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বইছে হিমেল হাওয়া। ফলে প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে অসহায় দরিদ্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলা ভার হয়ে পড়েছে।

প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঠাণ্ডাজনিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই স্থানীয় ওষুধ ফার্মেসি গুলোতে ভিড় জমিয়েছে, কেওবা আবার ভর্তি হয়েছেন হাসপাতালে। অসহায় দরিদ্র ও শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এ এলাকার সাধারণ মানুষ। এদিকে শীত বেড়ে যাওয়ায় জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।

তীব্র শৈত্যপ্রবাহের জনজীবন বিপর্যস্ত হওয়ার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, সরকারিভাবে দৌলতপুরে ৮ হাজার পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের মাধ্যমে ৬ হাজার পিস কম্বল বিতরণের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password