করোনায় একদিনে মৃত্যু রেকর্ড খুলনা বিভাগে

করোনায় একদিনে মৃত্যু  রেকর্ড  খুলনা বিভাগে
করোনায় আবারো খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে  আরও ৭৬৩ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত  মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এরপরে চুয়াডাঙ্গায় ৫ জন মারা গেছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৯৮ জন।

রোববার (২০ জুন) খুলনা বিভাগের স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনার আপডেট সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সকল তথ্য মতে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটে দুজন, চুয়াডাঙ্গায় ৫ জন, যশোরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, খুলনা দুজন, কুষ্টিয়া ৭ জন, মাগুরা একজন, নড়াইল একজন ও সাতক্ষীরায় ২ জনের মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ৭৬৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে ৬৮, চুয়াডাঙ্গা ৬৮ জন, যশোর ৭৩ জন, ঝিনাইদহ ৯০ জন, খুলনা ২২৩ জন, ‍কুষ্টিয়া ১৬৮ জন, মাগুরা ৩ জন, মেহেরপুর ১৯ জন, নড়াইলে ৪৪ জন ও সাতক্ষীরা ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে আরও ১৯৮ জন।

এদিকে ২৪ ঘণ্টায় বিভাগের করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বাগেরহাটে পাঁচজন, চুয়াডাঙ্গা ১১ জন, যশোর ২৩ জন, ঝিনাইদহ ৩৩ জন, খুলনা ১৮ জন, ‍কুষ্টিয়া ২৩ জন, মাগুরা ৩ জন, মেহেরপুর ১০ জন ও নড়াইলে ৩ জনের করোনা রোগী ভর্তি হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password