নরসিংদীতে মেয়ের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে মা

নরসিংদীতে মেয়ের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে মা

নরসিংদীর পলাশে মেয়ে হত্যার বিচার চেয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহত বর্ষা আক্তারের মা শাহিদা বেগম। শুক্রবার ২২ এপ্রিল সকালে পলাশ উপজেলার বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় নিহতের মা শাহিদা বেগম বলেন, ৭ মাস আগে পলাশ উপজেলার শফিকুল ইসলামের ছেলে অন্তর সরকারের সাথে আমার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর -শাশুড়িসহ বাড়ির লোকজন মেয়ের উপর বিভিন্ন কারণে নির্যাতন করতো। গত বুধবার সকালে হঠাৎ শুনি মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে মেয়েকে মৃত অবস্থা পাই।

তাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শরীরে অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন, রক্ত জমা কালো দাগ দেখেছি। মেয়েকে গলায় ও হাতে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে ওর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের মা আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না পুলিশ সাদা কাগজে সই রেখে আত্মহত্যা করেছে আমার মেয়ে বলে রিপোর্ট দিয়েছে, এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমরা মামলা নিয়েছি প্রয়োজন অনুযায়ী ব্যবস্হা নিবো।

মন্তব্যসমূহ (০)


Lost Password