দেশে যুক্ত হয়েছে আরও নতুন ৩ টি উপজেলা

দেশে যুক্ত হয়েছে আরও নতুন  ৩ টি উপজেলা

নতুন করে দেশে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি। নতুন উপজেলাগুলো হলো কক্সবাজারের ঈদগাও থানা, মাদারীপুরের ডাসার থানা, সুনামগঞ্জের মধ্যনগর থানা। নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (২৬ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অন্যরা যুক্ত হন সচিবালয় থেকে। তিনটি নতুন উপজেলার সঙ্গে একটি উপজেলার নাম পরিবর্তন, একটি সিটি করপোরেশন ও দুটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে।

নতুন ৩টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি। নতুন দুই বিভাগ প্রস্তাবিত (অনুমোদনের অপেক্ষায় আছে এই দুই বিভাগ। গেজেট আকারে প্রকাশ করা না পযর্ন্ত এগুলো প্রস্তাবিতই থাকবে)। দেশে বর্তমানে ৮ টি বিভাগ বিদ্যমান। এই দুই বিভাগের অনুমোদন দেওয়া হলে দেশের মোট বিভাগ হবে ১০ টি। প্রস্তাবিত বিভাগ গুলো হলো পদ্মা বিভাগ(ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর) এবং কুমিল্লা বিভাগ(নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া)

মন্তব্যসমূহ (০)


Lost Password