মেসির অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে লা লিগা

মেসির অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে লা লিগা

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে এক ফরাসি লিগের দল পিএসজি এর ডেরায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সা ছেড়ে এই তারকা পিএসজিতে চলে যাওয়ায় লা লিগার ওপর কেমন প্রভাব ফেলবে সেই ভাবনা পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস এ এবং নেইমার প্যারিস সেইন্ট-জার্মেইন পাড়ি জমান। তাতে অবশ্য অনেক ভক্ত কষ্ট পেলেও লা লিগার রং কিন্তু তেমন হয়নি। কিন্তু এবার ফুটবল জাদুকর মেসি যাওয়াতে সত্যিই লা লিগায় প্রভাব পড়তে শুরু করেছে। করোনা মহামারীর কারণে গেল মৌসুমে বেশিরভাগ সময়ই দর্শকশূন্য স্টেডিয়াম এ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। তবে দীর্ঘদিন পর সুযোগ মেলায় প্রিয় ক্লাবের খেলা দেখতে মুখিয়ে থাকবে সর্মথকরা তা ছিল অনুমেয়। বার্সেলোনার প্রত্যাশা ছিল নিজেদের প্রথম ম্যাচে টিকিট বিক্রি হবে দেদারছে। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হয়েছে।

মেসির দলবদলে ক্লাব বার্সেলোনা পড়েছে বিপাকে। লা লিগার সুপার সানডেতে বার্সা রিয়াল সোসিয়েদাদের ম্যাচের টিকেট এখনো আশানুরূপ বিক্রী না হওয়ায় চিন্তিত ক্লাব কর্তৃপক্ষ। করোনাভাইরাস এর বিস্তার রোধে মোট দর্শক ধারন ক্ষমতার এক-তৃতীয়াংশের ও কম দর্শক প্রবেশ করতে পারবে প্রতিটি মাঠে। বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের ম্যাচের জন্য ২৯৮০০ তিনটি টিকেট বিক্রি করতে পারবে কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত ১৫১২০ জন মাঠে বসে খেলা দেখতে টিকেট সংগ্রহ করেছে। ফলে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি টিকেট অবিক্রিত রয়েছে। এদিকে স্পেনে এখন ছুটির মৌসম চলছে, সেই সাথে ভয় আছে করোনাভাইরাস নিয়েও। এ কারণে টিকিট বিক্রিতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে ফুটবল সংশ্লিষ্টরা। মেসি পিএসজিতে চলে যাওয়ায় স্পনসর ধরে রাখতে যে কষ্টকর হবে তা মেনে নিয়েছে বার্সা। যদিও নতুন খেলোয়াড় দিয়ে এই ক্ষতি বার্সেলোনা কতটা পুষিয়ে নিতে পারবে তা এখনও অজানা। এদিকে লা লিগার পতন না ঘটলেও লীগ ওয়ান যে তাদের ছাড়িয়ে যাবে সেটা একরকম বলেই দেয়া যায়। যার একটাই কারণ লিওনেল মেসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password