হিলি দিয়ে আসল ভারতীয় পেঁয়াজ

হিলি দিয়ে আসল ভারতীয় পেঁয়াজ

প্রায় তিন মাস বন্ধের পর দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবদর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আজ দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। তারা পেঁয়াজের ওপর থেকে গত ২৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই একদিনের মধ্যে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হলে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা কমে আসবে। আজ পেঁয়াজের ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password