মুখের দাগ দূরীকরণের ঘরোয়া উপায়।

মুখের দাগ দূরীকরণের ঘরোয়া উপায়।
দাগহীন ত্বক কে না চায়? ত্বকে ব্রণ,মেছতা,চোখের নিচে পড়া কালো দাগ স্বাভাবিকভাবেই মুখের সৌন্দর্য নষ্ট করে। এসব দাগ দূরীকরণে রয়েছে ঘরোয়া কিছু উপায়। শুধুমাত্র প্রাকৃতিক উপাদান ব্যবহারেই এ থেকে নিস্তার পাওয়া সম্ভব। জেনে নিই দাগ দূরীকরণে কী করা উচিতঃ ১) লেবু ব্যবহার করতে পারেন। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এটি প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে সাহায্য করে। ২) আলুর খোসা ছাড়িয়ে কেটে একটু পানি দিয়ে তা ত্বকে ঘষতে পারেন। কয়েক মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রয়েছে ক্যাটেকোলেজ নামক উৎসেচক। ৩) চন্দন গুঁড়ার সাথে কয়েক ফোটা গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে পারেন। কিছু সময় পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password