ওসির নম্বর ক্লোন করে নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস, ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

ওসির নম্বর ক্লোন করে নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস, ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

গত ১৮ ডিসেম্বর শনিবার, গাইবান্ধার রেজওয়ানুর রহমান নামের এক চেয়ারম্যান প্রার্থীর কাছে থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়েই প্রতারক চক্রটি এই টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করেই ৬টি বিকাশ নাম্বার দিয়ে রেজওয়ানুর রহমান কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক চক্রটি। এছাড়াও ওসির পরিচয়ে শালমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান আনিছ ও কোচাশহর ইউনিয়নের আবু সুফিয়ানের কাছেও এ প্রতারক চক্রটি টাকা দাবি করে বলে জানা গেছে। প্রতারণার শিকার রেজওয়ানুর রহমান নামের ওই প্রার্থী মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password