চাল আমদানির খবরে শঙ্কায় কৃষকরা

চাল আমদানির খবরে শঙ্কায় কৃষকরা

চাল আমদানির খবরে শঙ্কায় পড়েছেন কৃষকরা। অভ্যন্তরীণ বাজারে দাম কমার আশঙ্কা করছেন তারা।

চাল আমদানির খবরে নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমছে ১০০ থেকে ১৫০ টাকা। একসপ্তাহ আগে, যেখানে মণপ্রতি ধান বিক্রি হয়েছে এক হাজার ৭৫০ টাকায়।  সেই ধান এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ থেকে এক হাজার ৬শ ২০ টাকায়। গেল ৩ দিনে চালের দাম কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। আর খুচরা বাজারে প্রতিকেজি পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  

স্বর্ণা-পাঁচ চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫।জিরা, মিনিকেট ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।  কুষ্টিয়ার কৃষকরা বলছেন, চাল আমদানি হলে চলতি বোরো মৌসুমে বিপাকে পড়বেন তারা।  উৎপাদন খরচ বাড়ায় ধানের বাজার প্রতি মণ হাজারের নিচে নামলে লোকসান গুনতে হবে তাদের।

অন্যদিকে, চাল আমদানির খবরে দিনাজপুরে চালের বাজারে তেমন প্রভাব নেই। মিলগেটে চালের দাম বস্তা প্রতি একশ থেকে দেড়শ টাকা কমেছে। এদিকে, ধানের দামও প্রতি বস্তা দুইশ টাকা কমেছে। ধান দামের কমায় লোকসানে পড়ার কথা বলছেন কৃষকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password