টিএমএসএস (এসইপি) অটোমোবাইল প্রকল্পে উদ্যোক্তাদের পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ

টিএমএসএস (এসইপি) অটোমোবাইল প্রকল্পে উদ্যোক্তাদের পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ টিএমএসএস সাসটেইনেবল এন্টারপ্রাইজ অটোমোবাইল প্রজেক্ট এর আওতায় ১২/০৯/২১ইং তারিখে ০১দিনের ২৫ জন উদ্যোক্তাদের নিয়ে পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নওগাঁ জোনের জোন প্রধান মোঃ আবু বকর, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান মোঃ মমতাজ উদ্দিন, নওগাঁ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট রিসোর্স পারসন ইন্সট্রাক্টর মোঃ রায়হান মিজান, আরো উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের ব্যবস্থাপক মোঃ রেজওয়ান ইসলাম।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্তীদের মাঝে অটোমোবাইল ওয়ার্কশপ ও পরিবেশগত দিক গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনার নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনাকে এমন সব উপায় খুজে বের করতে হবে যেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তাদের থেকে নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারেন। সবার থেকে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পারেন।

নতুন নতুন ও কঠিন কাজ করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। ক্রমাগত নতুন নতুন উদ্যোগ গ্রহন করতে হবে। কাজে নতুনত্ব আনতে হবে। তবেই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বলে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। পশিক্ষণে আয়োজনে টিএমএসএস-এসইপি প্রকল্প ও সহযোগিতায়- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

মন্তব্যসমূহ (০)


Lost Password