কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দুই ছিনতাইকারী আটক

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দুই ছিনতাইকারী আটক

মিসবাহ ইরান কক্সবাজার: কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দুইজন পেশাদার ছিনতাইকারী ০২ টি টিপ ছোড়া ও নাম্বার প্লেট বিহীন(সুজুকি- Suzuki Gixer) একটি মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১শে জানুয়ারী (সোমবার) দিবাগত রাত অনুমানিক রাত ১.৪৫ মিনিটের সময় শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম উত্তর টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আটকৃত ছিনতাইকারীরা হলেন পূর্ব মোহাজের পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ভাগিনা(২৩) ও ঘোনার পাড়া এলাকার আলমগীর টাওয়ার গয়ম বাজার সংলগ্ন মোঃ হানিফের ছেলে মোহাম্মদ আমির খান(২০)।

এসময় উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ২টি টিপ ছুরি ও একটি নাম্বার প্লেট বিহীন (সুজিকা গ্লেসার Suzuki Gixer) নামে একটি দামী মোটরসাইকেল জব্দ করা হয়। ইতোমধ্যে আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ০৪(চার) টি ও আমির খান এর বিরুদ্ধে ০৫(পাঁচ) টি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উক্ত আসামিদ্বয় মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অপরাধে জড়িত বলে জানা যায়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সেলিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password