দেশে চালু হলো নতুন লেনদেন সেবা ট্যাপ

দেশে চালু হলো নতুন লেনদেন সেবা ট্যাপ

দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা দিতে চালু হলো নতুন ফিন্যান্সিয়াল সার্ভিস ট্রাষ্ট এ্যাজিয়াট পে বা ট্যাপ। গতকাল দুপুর এ ট্রাষ্ট ব্যাংকের হেড অফিসে এই বানিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ।

এই সেবাটির মাধ্যমে অর্থ জমা, লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল ফোন অপারেটরদের রিচার্জ গ্রহণ করতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password