সেতু যেন মরনফাঁদ, জীবনের ঝুঁকি নিয়েই পার হচ্ছে হাজারো পথচারী

সেতু যেন মরনফাঁদ, জীবনের ঝুঁকি নিয়েই পার হচ্ছে হাজারো পথচারী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শালচূড়া চৌরাস্তা-গান্ধীগাঁও সড়কে ডেফলাই এলাকার আব্দুর রহমানের বাড়ির কাছেই একটি সেতুতে পূর্ব পাড়ের শেষ অংশে ফাটল দেখা দিয়েছে।

যেখানে প্রতিনিয়তই যাত্রী, চালকসহ সকল পথচারীরা ভাঙা সেতুর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা গেছে, শালচূড়া চৌরাস্তা-গান্ধীগাঁও সড়কে ডেফলাই এলাকার আব্দুর রহমানের বাড়ির কাছে দুই যুগের বেশি সময় আগে সাড়ে ১৪ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয়।

দীর্ঘ সময় আগে সেতুটি নির্মাণ করায় বর্তমানে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সেতুটির পূর্ব পাড়ের শেষ অংশে ফাটল দেখা দেয়ায় সেতুটি অনেকটাই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শনিবার ৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং ও পূর্ব পাড়ের শেষ অংশে থেকে প্লাস্টার ও ঢালাই খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে। এমতাবস্থায় অটোরিক্সা, সিএনজি, সাইকেল, মোটরসাইকেল, রিক্সা, মালবাহী ট্রলিসহ বিভিন্ন মানুষ যাতায়াত করছেন। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

সেতুটির ওপর দিয়ে চলাচলকারী অটোরিক্সা চালক মো. আমজাদ বলেন, গান্ধীগাঁও এলাকা থেকে প্রতিদিন এই পথে চলাচল করি। কিন্তু সেতুটির যে অবস্থা, তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, এ সেতুটির নির্মাণের সময়কাল বেশি হওয়ায় উপরের অংশে এক পাশে ঢালাই খসে গিয়ে রড বের হয়ে গেছে। এর পরেও জীবনের ঝুঁকি নিয়ে হাজারো পথচারীরা প্রতিনিয়ত চলাচল করছে ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যে এ সেতুটি অপসারণ করে উক্ত স্থানে নতুন একটি সেতু পুর্ননির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন উক্ত এলাকার গ্রাম বাসীগন।

মন্তব্যসমূহ (০)


Lost Password