কান্নার যত উপকারিতা

কান্নার যত উপকারিতা

শারীরিক কষ্ট কিংবা মানসিক পীড়ায় অনেকেই কাঁদেন। কান্না নিয়ে আমাদের নেতিবাচক ধারণা থাকলেও মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ব্যাপক অবদান আছে। কিন্তু আপনিও লক্ষ্য করে থাকবেন কাঁদলে মন ভালো হয়। বিজ্ঞানীরাও এ বিষয়ে একমত। কান্না মানুষকে দুর্বল করে এমন ভাবার কারণ নেই। কান্না মানুষকে সবল করতে পারে। কারণ কান্নার মাধ্যমে আপনি নেতিবাচক আবেগ থেকে বের হতে পারবেন।

তাহলে জেনে নিন কান্নার যত উপকারিতা:- ক্ষতি ও শোক থেকে মুক্তি দিবে দুঃখজনক পরিস্থিতিতে কান্না না করা শক্তিমত্তার পরিচয় ভাবেন অনেকে। কিন্তু তা আপনার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে রাখতে পারে। এমন সময়ে কান্নার মাধ্যমে মানসিক ভার থেকে মুক্তি পাওয়া যায়।

--দুশ্চিন্তা দূর হয়-- অশ্রুকে থেরাপিউটিক বলে মানেন অনেকে। অনেকে বিশেষজ্ঞ মনে করেন কান্নাতে শরীর থেকে স্ট্রেস হরমোন বা টক্সিন অপসারিত হয়। কান্নার সময় প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়। এই স্নায়ুতন্ত্র বিশ্রাম ও হজম নিয়ন্ত্রণ করে। তাই কান্নায় দুশ্চিন্তা দূর হয়।

--স্বাস্থ্য উপকারিতা-- এনসিবিআই এর এক গবেষণায় জানা যায়, কান্নার পর মানুষ বেশকিছু শারীরিক সুবিধা লাভ করেছেন। মূলত স্ট্রেস কমলে শরীরের উপর অনেক চাপ কমে। তাতে শারীরিক উন্নতিও হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password