ইরাকে মানব পাচার চক্রের হাতে জিম্মি বাংলাদেশি যুবক

ইরাকে মানব পাচার চক্রের হাতে জিম্মি বাংলাদেশি যুবক

ইউরোপ যাওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ আল রাব্বি নামক এক যুবককে  জিম্মি করেছে এক চক্র। মুক্তিপন হিসেবে মাছ বিক্রেতা বাবার কাছে চাওয়া হয় ১০ লক্ষ টাকা।

গত ৩ বছর আগে অভাবি সংসারের ভাগ্যের চাকা ঘোরাতে ইরাকের কুর্দিস্তানে পারি জমান আব্দুল্লাহ আল রাব্বি। সেখানেরই একটি রেঁস্তোরায় কাজ নেন। কিন্তু করোনার জন্য রেঁস্তোরাটি বন্ধ হয়ে গেলে আবার সমস্যায় পরে যান রাব্বি, ঠিক তখনই কবলে পরেন এক মানব পাচারকারী চক্রের হাতে।

এরপর রাব্বির বাবাকে জানানো হয় তার জিম্মি হবার খবর, দাবি করা হয ১০ রক্ষ টাকা। এমনকি ভিডিও কলে দেখানো হয় রাব্বির উপর হওয়া অমানবিক শারীরিক নির্যাতনের দৃশ্য। এরপর সেই চক্রের কাছে ৫ লক্ষ টাকা পাঠায় রাব্বির বাবা, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি। এমনকি যোগাযোগ নেই রাব্বির সাথেও।

পুলিশ জানান ইতিমধ্যে তারা শনাক্ত করে ফেলেছে বাংলাদেশের সেই পাচারকারী চক্রটিকে। তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ থেকে গ্রেফতার করা হয় শাহনাজ বেগম নামে এক নারী কে এবং ফরিদপুর থেকে চক্রের আরেক সদস্য রনি মুন্সীকে। ইরাকে অবস্থানরত এই চক্রের আরো ৪ সদস্য জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, হাবিব ফকির, শিহাব উদ্দিন এবং বাংলাদেশে অবস্থানরত ২ সদস্য আতিয়া সুলতানা নিপা ও মুরাদ ফকিরকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password