শেরপুরে চালককে নেশা জাতীয় দ্রব্য খাওয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুরে চালককে নেশা জাতীয় দ্রব্য খাওয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চালককে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অটোরিকশা ছিনতাই। শনিবার (২১আগস্ট) রাতে উপজেলার শিমুলতলা এলাকায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। নেশাদ্রব্য খেয়ে অসুস্থ অটোরিকশাচালক শফিকুল ইসলাম শেরপুর জেলার নকলা উপজেলার হাসনখিলা গ্রামের আবদুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নকলা থেকে জামাল ও বজলুর শফিকুলের অটোরিকশায় ওঠেন। এক সময় অটোরিকশা থেকে নেমে জামাল ও বজলুর বাজারের একটি দোকান থেকে জুস কিনে তারা একটি বন্ধ দোকানের সামনের বেঞ্চে বসে জুস পান করেন। পরে তারা চালক শফিকুলকেও জুস পান করতে অনুরোধ করলে অটোরিকশা থেকে নেমে শফিকুল তাদের সঙ্গে জুস পান করেন।

সেখানে কিছুটা দূরে বসে থাকা সজীব মিয়া নামের এক তরুণ অটোরিকশাচালক শফিকুলকে বেঞ্চ থেকে মাটিতে পড়ে যেতে দেখেন। এরপর ওই তরুণ দ্রুত বিষয়টি বাজারের লোকজনকে জানালে তারা জামাল ও বজলুরকে আটক করেন। এসময় এলাকাবাসী শফিকুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। 

নালিতাবাড়ী থানার (ওসি) বছির আহমেদ বাদল বলেন, পুলিশ হেফাজতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে রোববার তাদেরকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password