অস্ট্রেলিয়াকে ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য ও চোখ ধাঁধানো পারফরম্যান্স করে প্রশংসার সাগরে ভাসছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে ৪-১ ব্যবধানে বাংলাদেশ জিতেছে সিরিজ। ঐতিহাসিক তকমা পাওয়া এই সিরিজ বাংলাদেশকে যেন পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। সোমবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা মাত্র ৬২ রানে অলআউট করে অজিদের। এতে ৬০ রানের জয়ে সম্পন্ন করে সিরিজ।

মাত্র ১২২ রানের পূঁজি নিয়ে বাংলাদেশের অদম্য বোলিং পারফরম্যান্স দৃষ্টি কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এর আগে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৯ রান। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৯ রানেই গুটিয়েছিল সেই সময়ের শক্তিধর অস্ট্রেলিয়া। গিলক্রিস্ট, হেইডেন, রিকি পন্টিংরা সেইদিন বিধ্বস্ত ছিল ফিলিন্টফ, হারমিসনদের সামনে।

এরপর কেটে গেছে ১৬ বছর টি-টোয়েন্টিতে এর সর্বনিম্ন রানে অলাউট হয়নি অজিরা। তাই নিয়ে দেশ-বিদেশের সমর্থক, ক্রিকেটবোদ্ধা ও ক্রিকেট সংশ্লিষ্টরা তাই মেতেছেন টাইগার বন্দনায়। অস্ট্রেলিয়ার মত পরাশক্তির এমন আত্মসমর্পণ দেখে অনেকে করছেন রসিকতা।

কিন্তু পন্টিং-ক্লার্কদের সেই রেকর্ডকে পিছনে ফেলে নতুন লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এবার প্রতিপক্ষ বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে অজিরা। বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রোলিয়ার সংগ্রহ থেমেছে ৬২ রানে। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।

অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ টি-টোয়েন্টি হারিয়ে ৪-১ এর ব্যবধানে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডে ফেলার এইদিনে বল হাতে দূর্দান্ত ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ৩টি ও নাসুম আহমেদ দুইটি করে উইকেট পেয়েছেন।



মন্তব্যসমূহ (০)


Lost Password