কাফনের কাপড় পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কাঁধে প্রতীকী লাশ বহন করেন। শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে অবস্থান শুরু করেন তাঁরা। পরে মৌন মিছিলটি গোল চত্বর থেকে শুরু হয়ে চেতনা একাত্তর ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

তাঁদের দাবি, অনশনে শুধু ২৩ শিক্ষার্থী নয়। ভিসি পদত্যাগ না করলে তাঁরাও অনশনে যাবেন। আন্দোলনকারী শিক্ষার্থী ইয়াসির সরকার বলেন, "এখন পর্যন্ত অনশন শুরু হওয়ার ৭২ ঘণ্টার বেশি অতিক্রম হয়ে গেছে। তবুও এ নির্লজ্জ ভিসি পদত্যাগ করেননি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে এ নির্লজ্জ উপাচার্যের নতুন নাম দিয়েছে দ্বিতীয় 'বিশ্ব বেহায়া'। বিশ্ব বেহায়ারা যেভাবে এ দেশে স্থান পায়নি এই 'স্বৈরাচারী', 'নির্লজ্জ' উপাচার্যেরও এ বিশ্ববিদ্যালয়ে জায়গা হবে না। তারও পতন হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কফনের কাপড় পরেছে, দরকার হলে তাদের মৃত্যু হবে তার পরও এ উপাচার্যের পদত্যাগ করতে হবে।

অবস্থানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, 'অনশনে যে ২৩ জন আছেন আমরা তাঁদের সঙ্গে আছি। দাবি আদায়ে আমরা অনড় থাকব। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরাও অনশনে বসব।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সুস্থ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মিটিং করবেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রীর সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password