ফের আলোচনায় তাহসান-মিথিলা

ফের আলোচনায় তাহসান-মিথিলা

ফের আলোচনায় তাহসান-মিথিলা। তবে এবার শবনম ফারিয়ার নামও যুক্ত হয়েছে। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে সংশ্লিষ্ট থাকায় এবার এক গ্রাহক তাদেরসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গত ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া  তিনি বলেন, সাদ স্যাম রহমান নামের এক গ্রাহক গত ৪ ডিসেম্বর এখানে মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। তাহসান, অভিনেত্রী মিথিলা এবং শবনম ফারিয়াকে আমাদের নজরদারিতে রাখা হয়েছে। যদি এই অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে যেকোনো সময় গ্রেফতার হবেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password