ইসরায়েলি অভিযানে প্রকৃতির বাধা! করতে পারছে না হামলা

ইসরায়েলি অভিযানে প্রকৃতির বাধা! করতে পারছে না হামলা

গাজা উপত্যকায় পেছালো ইসরায়েলের স্থল অভিযান। বৈরি আবহাওয়ার কারনেই গ্রহণ করা হয়েছে এ সিদ্ধান্ত- ৩ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করলো নিউইয়র্ক টাইমস।

বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই গাজায় স্থলপথে হামলার পরিকল্পনা ছিলো। তবে, মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ায় ওড়ানো যাচ্ছে না ড্রোন।

শনাক্ত করা যাচ্ছে না হামাসের গোপন ঘাঁটি; স্থির করা যাচ্ছে না টার্গেট। আকাশপথে যথেষ্ট নিরাপত্তা দেয়া সম্ভব হবে না- তাই পেছানো হচ্ছে অভিযানের সময়। কারণ, অসুবিধায় পড়তে হবে ইসরায়েলি পাইলটদের। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান শুরু করতে; আরও ২-৩ দিন সময় লাগতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password