যশোর প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন

যশোর প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন

যশোর জেলা রিপোর্টার: যশোরের বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫জুলায়)বিকালে যশোর শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গ গত ৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এই প্রজ্ঞাপনটি পুনরায় বিবেচনার দাবি জানিয়ে যশোরের সকল স্তরের বাইকারদের এই সহাবস্থান।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ফায়ার রাইডার্সের এডমিন সুজন শেখ ও রাশেদ। নাভারন রাইডার্সের এডমিন এস এম তুষার ও মঈন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন ইয়ামন পিয়াল ও রুহুল আমিন। যশোর বাইকিং কমিউনিটির চপল হাসান এবং যশোরের সিনিয়র রাইডার আহমেদ হাসান, নাসিম খান, সেলিম পারভেজ সহ বিভিন্ন পেশার বাইকারবৃন্দ।

তারা বলতে চান, নিষেধাজ্ঞা কখনো সমাধান হতে পারে না। মহাসড়কে নীতি নির্ধারণ ও এর কঠোর বাস্তবায়ন, সুরক্ষা নিশ্চিত করে বাইক চালানো ,বাস ও ট্রাকের ফিটনেস চেক ও ড্রাইভারের সচেতনতায় মহাসড়কে দুর্ঘটনা কমতে পারে। তাই সরকারের প্রজ্ঞাপনটি পুনরায় বিবেচনা করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে যশোরের সর্বস্তরের বাইকাররা যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password