অপ্রয়োজনীয় সিজার বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় সিজার বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালার আলোকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের ফলে নীতিমালাটি এখন আইনে পরিণত হয়েছে। অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধে জনসচেতনতা তৈরির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অপ্রয়োজনীয় সিজার বন্ধে জারি করা নীতিমালাকে আইনের অংশ হিসেবে ঘোষণা করে বৃহস্পতিবার এ নির্দেশ দেয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এ সংক্রান্ত নীতিমালাগুলো আগামী ছয় মাসের মধ্যে প্রচারের ব্যবস্থা করতেও নির্দেশনা দেয়া হয়েছে।পাশাপাশি স্বাভাবিক প্রসব বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে আদালত।

প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার বন্ধে নীতিমালা তৈরি করতে ২০১৯ সালের ৩০ জুন নির্দেশ দেয় হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে তৎকালীন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিল। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

মন্তব্যসমূহ (০)


Lost Password