বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি পরিবহন মালিকরা। প্রধানমন্ত্রীর অনুরোধে আজ একটি বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভায় এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাল থেকেই সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বা সাপ্তাহিক ছুটির দিন হাফ ভাড়া নেয়া হবে না। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া নিয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা জানান।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফভাড়ার জন্য শিক্ষার্থীদের বাসে আইডি কার্ড দেখাতে হবে। এসময় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব রামপুরায় গতকাল বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

গত কয়েকদিন ধরেই এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে চলেছে। তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ার ঘটনায় শিক্ষার্থীরা বেশ কয়েকবার আন্দোলন করেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী মারা যাওয়ার পরে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের হাফভাড়াসহ আরও বেশকিছু দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকার ১২০টির বেশি পরিবহন মালিকদের সাথে কথা বলে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধুমাত্র ঢাকার জন্য জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। বলা হয়, কোনোভাবেই ঢাকার বাইরে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password