উত্তরার কামারপাড়ায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ,দগ্ধ ৮

উত্তরার কামারপাড়ায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ,দগ্ধ ৮

শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।

দগ্ধ আল আমিনের স্ত্রী রাশিদা বেগম জানান, তারা ওই এলাকাতেই থাকেন। গাজী মাজহারুল ইসলামের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের রিকশা চালান আল আমিন। পাশাপাশি গ্যারেজের ভেতরে একই মালিকেরই ভাঙারির কারখানাতেও দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করেন। সকাল ১০টার দিকে তিনি দোকানে যান। এর এক ঘণ্টা পর সেখানে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন।

রাশিদা আরও জানান, ভাঙারির কারখানাতে বিভিন্ন বোতল ফাটানোর সময় সেখান থেকে বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারণা। এদিকে, ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, দুপুরে কামারপাড়ায় একটি ভাঙারির কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ আটজনকে নিয়ে আসা হয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। তাদের অধিকাংশেরই শরীরের অর্ধাঙ্গের বেশি দগ্ধ হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password