কোন বয়সে পুরুষদের সন্তান উৎপাদন ক্ষমতা বেশি ভালো থাকে

কোন বয়সে পুরুষদের সন্তান উৎপাদন ক্ষমতা বেশি ভালো থাকে
MostPlay

পুরুষের শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে কোনো সীমারেখা নির্দিষ্ট নেই। তবে বয়সের সঙ্গে সঙ্গে শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমতে থাকে। একজন নারীর মা হওয়ার জন্য বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সব নারীর শরীরে ডিম্বাণু উৎপাদনের নির্দিষ্ট সময়সীমা থাকে। ফলে নারীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর গুণগত মান ক্রমশ হ্রাস পেতে থাকে। ভারতীয় সংবাদমাদ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমতে থাকে। এ অবস্থায় প্রশ্ন জাগতে পারে, কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বেশি ভালো থাকে? প্রতিবেদনে বলা হয়েছে, জৈবিক দৃষ্টিকোণ থেকে একজন পুরুষ ২৫ থেকে ৩৫ বছরের শুরুর দিকে বাবা হওয়ার জন্য উপযুক্ত।

অর্থাৎ, এই সময়ে সন্তান উৎপাদন ক্ষমতা ভালো থাকে পুরুষের। তবে বয়স চল্লিশ পেরিয়ে গেলে সেই সম্ভাবনা অর্ধেকেরও কম হয়ে থাকে। নারীদের ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ নারীরই বয়স ৫০ পার হলেই তাদের সন্তান ধারণ ক্ষমতা চলে যায়। তবে এটা সত্য যে, একজন পুরুষের বয়স ৫০ বা এরও বেশি হলে তিনি সন্তান জন্ম দেয়ার ক্ষমতা রাখেন।

কেননা, পুরুষের শরীরে কখনো শুক্রাণু তৈরির প্রক্রিয়া বন্ধ হয় না। বিশেষজ্ঞরা এও বলছেন, পুরুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের শুক্রাণুর মধ্যে জিনগত পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। এতে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষরা যদি বেশি বয়সে সন্তান জন্ম দেন তাহলে ওই শিশুর স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা থাকে। বিশেষ করে সন্তানের স্নায়ুতন্ত্রের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password