দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
MostPlay

দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১১ জুন) দেশটির সবচেয়ে জনবহুল গৌতেং প্রদেশজুড়ে ভবনগুলো কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গৌতেং প্রদেশজুড়ে ভবনগুলো কেঁপে ওঠে, যেখানে দেশের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গ অবস্থিত। পুরো প্রদেশের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করা হয়েছে।

২০১৪ সালের আগস্টে জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার কম্পন, যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত করেছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password