নওগাঁর মান্দায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নওগাঁর মান্দায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নওগাঁর মান্দায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে ৩ টি গরু মারা যায়। এমৃত্যুর ঘটনাটি ঘটে নওগাঁর মান্দা উপজেলায় গোবিন্দপুর গ্রামে।

শুক্রবার দুপুরে বজ্রপাতে মোহনি ওরফে মোহন প্রামানিক (৬৮) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় ঐ কৃষকের ৩ টি গরু মারা যায় বজ্রপাতে।

নিহতের ছেলে অসিম প্রামানিক জানান, দুপুরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয় এবং বৃষ্টি শুরু হলে আমার বাবা সে সময় খলিয়ানে থাকা গরু গোয়াল ঘড়ে তোলার জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয় সেই সাথে ৩ টি গরু মারাযায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password