একদিনেই খুলনায় ১৭ মৃত্যু

একদিনেই খুলনায় ১৭ মৃত্যু

করোনা মমহামারির প্রকোপ দ্রুত বেড়েই চলেছে।এরই ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে করোনা ১৩০ শয্যা হাসপাতালে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

সদর হাসপাতালে ৫ জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন। এদের মধ্যে খুলনা জেলার ১০ জন এবং বাগেরহাট জেলার ৪ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৩৪৯ জন এর নতুন করে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ শতাংশ।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— নগরীর বড় বয়রা এলাকার নোভা রানী দাশ (৭৫), খুলনার ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুনির শোভা রানী সাহা (৭৫) ও বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- নগরীর খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), রহিমনগরের আমির হোসেন (৬৫), বাগেরহাটের ফকিরহাটের শারমিন বেগম (৪৫) ও একই এলাকার মারিয়া খাতুন (৩৯)। এ হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন। এদের মধ্যে ৩৬ পুরুষ ওh ৩৪ নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password