ভেরিকোসিল কেন হয় পুরুষের

ভেরিকোসিল কেন হয় পুরুষের
MostPlay

পুরুষের একটি যৌনরোগের নাম ভেরিকোসিল (Varicocele)। এ রোগে কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রণা অনুভূত হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে ভয়াবহ যন্ত্রণার সৃষ্টি হয়। এক ধরনের টানাহেঁচড়ার মতো ব্যথা কোমর থেকে প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এ ব্যথা হাঁটাচলা করলে, দাঁড়ালে এবং গরমকালে বেশি অনুভূত হয়।

যেসব পুরুষ বেশি কামাশক্ত বা যারা বেশি হস্তমৈথুন করে, তারা যদি হঠাৎ এ অভ্যাস ত্যাগ করে, কিন্তু কামচিন্তা ত্যাগ না করে, তা হলে এপিডিডায়মিসের ওপর দিকে স্পার্মাটিক কর্ডের মধ্যে বীর্য ক্রমে সঞ্চিত হয়ে স্ফীত হয়ে ওঠে। এতে কোষ ওপর দিকে আকৃষ্ট হয়, স্ফীত হয় এবং স্পর্শ করলে, দাঁড়ালে বা হাঁটাচলা করলে ব্যথা হয়।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password