মাদরাসা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি হেফাজতের

মাদরাসা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি হেফাজতের
MostPlay

মামুনুল ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছিল হেফাজতে ইসলাম। আজ রবিবার সকাল ১১টা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এ বৈঠক হয়। বৈঠক শেষে কয়েকটি দাবির কথা জানিয়েছে হেফাজত।

হেফাজতে ইসলামের দাবিগুলো হলো- হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, করোনার অজুহাতে কওমী মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করে কওমী মাদরাসা লকডাউনের আওতা মুক্ত রাখতে হবে, পবিত্র রমজান মাসে খতমে তারাবী, এতেকাফসহ কোনো ধরনের ইবাদতে বাধা প্রধান করা যাবে না, ধর্মীয় উপসনালয় মসজিদকে সম্পূর্ণ লকডাউনের আওতা মুক্ত রাখতে হবে এবং প্রশাসন কর্তৃক মাদরাসায় মাদরাসায় গিয়ে তথ্য সংগ্রহের নামে হয়রানি বন্ধ করতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password