লকডাউনে বন্ধ থাকবে সব আন্তর্জাতিক ফ্লাইট

লকডাউনে বন্ধ থাকবে সব আন্তর্জাতিক ফ্লাইট
MostPlay

আগামী ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এ লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। এরই মধ্যে এক সপ্তাহের জন্য (১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল) সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ থাকবে। তবে কার্গো ফ্লাইট চালু থাকবে।

রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানায়, লকডাউনে আরো এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকবে। এই সময়ের মধ্যে  বিশেষ কোনো ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করতে কোনো বাধা নেই।  

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, লকডাউনের কারণে সব ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password